সকল মেনু

বিসিকের প্রকল্প পরিদর্শনে শিল্প উপদেষ্টা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) তিনটি চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস্তবায়নাধীন এসব প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা। তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেন।

শিল্প উপদেষ্টা বলেছেন, ‘‘শিল্প খাতের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।  বিসিকের এ প্রকল্প তিনটি বাস্তবায়ন হলে পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল গোডাউনগুলো স্থায়ীভাবে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা যাবে। প্লাস্টিক কারখানা এবং আরামবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মুদ্রণ শিল্প পরিবেশবান্ধব নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হবে। ফলে, এই তিন শিল্প খাতে কর্মপরিবেশ উন্নত হবে, জিডিপি বৃদ্ধিসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।’’

পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিকের চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top