শীত এসেছে। এ সময়টা কমলালেবুর সিজন। এখন বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়। আর এই সময়ে অনেকেই কমলালেবু কিনে খান, আর তার খোসা ফেলে দেন। কিন্তু আপনি কি জানেন কমলালেবুর খোসায় রয়েছে অনেক গুণ, যা শুনলে আপনিও অবাক হবেন।
কমলালেবুর খোসা বেটে যদি মুখে মাখেন, তা হলে আপনার মুখ চকচক করবে। দূর হবে মুখের বলিরেখাও। জেনে নিন কমলালেবুর খোসার উপকারিতা সম্পর্কে।
বলিরেখা দূর হবে—
ত্বকের বলিরেখা দূর করতে আর শরীরকে সুস্থ রাখতে কমলালেবু খাওয়া প্রয়োজন। এ ছাড়া যদি আপনার মুখে কোনো কালো দাগ থাকে বা লাল দাগ থাকে, তাহলে প্রতিদিন কমলালেবুর খোসা বেটে মুখে মাখুন। আপনার ত্বক উজ্জ্বল হবে। পঞ্চাশের যুবক পঁচিশে পরিণত হবে। নিজেকে আরও তরুণ বলে মনে হবে।
মানসিক চাপ কমবে—
কমলালেবুর খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা খেলে আপনার মানসিক চাপ কমবে। রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীরে যদি ফোলা ভাব থাকে, তাও দূর করবে। তাই এই খোসা বেটে খেতে পারেন।
শীতকালে হৃদরোগের ঝুঁকি বাড়ে, হার্ট ব্লক হওয়া থেকে বাঁচতে মানুন এই টিপসগুলো—
হার্ট ভালো থাকে
হার্টের জন্য খুব উপকারী কমলালেবুর খোসা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি প্রতিদিন কমলালেবুর খোসা খান, যা হৃদরোগের ঝুঁকি কমে।
হাড়ও মজবুত হবে—
কমলালেবুতে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তাই প্রতিদিন আপনি যদি কমলালেবুর খোসা খান, তাহলে আপনার রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে। এমনকি আপনার হাড়ও মজবুত হবে। হজমের সমস্যায় দূর হবে কমলালেবুর খোসায় বেটে খেলে হজমের সমস্যা কমবে। এটি খাওয়া খুব উপকারী। যদি আপনার হজমের সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাও দূর হবে। রোজ সকালে লেবুপানি খাচ্ছেন? শরীরে কত বড় প্রভাব পড়ছে, জানেন? সুগার রোগীদের জন্য ভালো ডায়াবেটিস রোগীদের এটি খাওয়া খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। কীভাবে খাবেন, জানুন কমলালেবুর খোসা ছাড়িয়ে পানি ভালোভাবে সিদ্ধ করে দিন। তারপরে এগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। তার পর এটি খেতে পারেন। আবার এই খোসা বেটেও খেতে পারেন। যে কোনো ডেসার্টে দিয়ে খেতে পারেন বা যে কোনো খাবারের ওপর ছড়িয়ে দিয়েও খেতে পারেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।