সকল মেনু

জামিনে মুক্ত ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক ২ এমপি

ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ৫ হাজার টাকা মুচলেকায় জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন দেন। সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তারা।

বিবাদী পক্ষের আইনজীবী এ্যাড. আব্দুল মান্নান ও এ্যাড. শামসুজ্জামান তুহিন জানান, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার দুইটি মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি একটি হত্যাসহ তিন মামলায় কারাগারে ছিলেন। অন্তর্বর্তী জামিন পেয়েছে তারা।

আইনজীবীরা আরও জানান, রোববার (২৪ নভেম্বর) অসুস্থতার কারণ দেখিয়ে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হলে শুনানি শেষে বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি সভাপতি এমএ মজিদের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় নায়েব আলী জোয়ারদারকে ১২ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে জামায়াত কর্মী ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা শিক্ষক আ. ছালাম হত্যা সহ তিন মামলায় ৭ নভেম্বর সাভার থেকে গ্রেফতার করে র‍্যাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top