সকল মেনু

সিরিয়ায় ইসরাইলি হামলা, নিহত ৩৬

সিরিয়ার পালমিরা শহরে আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন এবং আরও ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বারতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় আল-তানফের দিক থেকে বিমান হামলা চালানো হয়েছে। এতে উল্লেখযোগ্য বস্তুগত ক্ষতি হয়েছে। আল-তানফ হল মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি সীমান্তের কাছাকাছি একটি এলাকা।

মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইরান-সম্পর্কিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে শত্রুতা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ায়ও হামলার মাত্রা বাড়িয়েছে ইসারায়েল।

গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল যে তারা সিরিয়া-লেবানিজ সীমান্তে ট্রানজিট রুটে হামলা চালিয়েছে। দখলদার বাহিনীর অভিযোগ, এটি হিজবুল্লাহকে অস্ত্র স্থানান্তর করতে ব্যবহৃত হয়েছিল। এছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম লেবাননের সীমান্তবর্তী হোমস প্রদেশে গত সপ্তাহে বেশ কয়েকটি ইসরায়েলি হামলার খবর দিয়েছে। পালমিরাও হোমসে অবস্থিত।

পালমিরা সিরিয়ার অন্যতম প্রাচীন শহর হিসেবে পরিচিত, যেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ২০১৫ সালে শহরটি আইএসআইএস (আইএসআইএল) সশস্ত্র গোষ্ঠী দখল করে আংশিকভাবে ধ্বংস করেছিল, পরে সিরিয়ার সেনাবাহিনী শহরটি পুনরুদ্ধার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top