আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাইলে বিচারকাজের ‘অডিও ভিজ্যুয়াল’ রেকর্ড করে প্রচার করতে পারবে— এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে, বিচারের পক্ষগুলো যারা আছে তাদের ডিগনিটি, প্রাইভেসি ও অধিকার রয়েছে; সেগুলো নজর রেখে সেটা করা হবে।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
এর আগে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আইন নজরুল বলেন, ‘‘আজ ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে ট্রাইব্যুনাল ইচ্ছে করলে (বাধ্যতামূলক না) বিচার কাজের ‘অডিও ভিজ্যুয়াল’ রেকর্ড করে প্রচার করতে পারবেন। ওনারা যদি মনে করে এটা প্রচার করা দরকার, তাহলে কোনও অংশ প্রচার করতে পারবেন। তবে যে পক্ষগুলো আছে তাদের ডিগনিটি, প্রাইভেসি ও অধিকার রয়েছে সেগুলোতে নজর রেখে সেটা করা হবে।’’
আসিফ নজরুল বলেন, ‘‘আসামি পক্ষ বা ডিফেন্স ফোর্স যে কেউ চাইলে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এ আইনের নতুন একটি চমৎকার বিধান হয়েছে, পর্যবেক্ষক নিয়োগের বিধানের স্পষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক বা দেশি যে কোনো মানবাধিকার সংগঠন যে কেউ চাইলে এই বিচারকাজ পর্যবেক্ষণ করতে পারবে। বিচারকাজ শুদ্ধ হচ্ছে কি না, সঠিকভাবে হচ্ছে না কি, উপস্থিত থেকে মনিটরিং করতে পারবেন।’’
তিনি জানান, খসড়াটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, দপ্তর, বিশ্ববিদ্যালয়, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ এবং অংশীজনের সঙ্গে বিভিন্ন সভা অনুষ্ঠিত হয় এবং তাদের মতামত ও পরামর্শ পর্যালোচনা করে আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রণীত খসড়ায় সংযোজন ও পরিমার্জন করা হয়েছে।
ব্রিফিংয়ে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।