সকল মেনু

৩৩ শতাংশের বেশি বেড়েছে রেমিট্যান্স

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স ৩৩ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স এসেছে ৬৫৪ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৯০ কোটি ৭১ লাখ ডলার।

গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। প্রবৃদ্ধি ৫০ দশমিক ৩১ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে যেসব দেশ থেকে বেশি রেমিট্যান্স এসেছে, সেগুলোর মধ্যে আছে— সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার, সিঙ্গাপুর।

আলোচ্য প্রান্তিকে আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২১ লাখ ডলার, যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৯২ কোটি ৩ লাখ ডলার,  সৌদি আরব থেকে এসেছে ৮৫ কোটি ৮৮ লাখ ডলার, মালয়েশিয়া থেকে এসেছে ৬১ কোটি ৯৬ লাখ ডলার, যুক্তরাজ্য থেকে এসেছে ৫৬ কোটি ৫৬ লাখ ডলার, ইতালি থেকে এসেছে ৪২ কোটি ৫৭ লাখ ডলার, কুয়েত থেকে এসেছে ৩৫ কোটি ৯১ লাখ ডলার, ওমান থেকে এসেছে ৩২ কোটি ৭৫ লাখ ডলার, কাতার থেকে এসেছে ২৬ কোটি ৫১ লাখ ডলার এবং সিঙ্গাপুর থেকে এসেছে ২০ কোটি ২৩ লাখ ডলার।


প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ৪৭ শতাংশ রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। এরপরেই চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রাম বিভাগে রেমিট্যান্স আসার হার ২৮ শতাংশ। রেমিট্যান্স আসার দিক দিয়ে তৃতীয় অবস্থানে সিলেট। সিলেট বিভাগে রেমিট্যান্স আসার হার ৯ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top