সকল মেনু

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরিতে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাফেট।

ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে ১০ মাস পরে টেস্টে ফিরছেন ব্যাটিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। সঙ্গে দলে যোগ দিয়েছেন স্পিনার কেভিন সিনক্লেয়ার। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা পেসার আলজারি জোসেফও আছেন এই স্কোয়াডে।

চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন গ্রেভস। বাংলাদেশ সিরিজে তিনি দলে ফেরায় পেস আক্রমণে বাড়তি রসদ পাবে ক্যারিবীয়রা।

সিনক্লেয়ার দখল করেছেন আরেক স্পিনার ব্রাইন চার্লসের জায়গা। টাইগারদের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন স্পিনার গুদাকেশ মোতি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top