সকল মেনু

‘দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন খালেদা জিয়া’

খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের বাসভবনে হুমায়ুন কবীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলে এ কথা বলেন খালেদা জিয়া।

হুমায়ুন কবির বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া।’

প্রায় ১৫ বছর পর গত ৯ নভেম্বর লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবীর। শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top