সকল মেনু

চোর ও পুলিশ দু’পক্ষকেই বিপাকে ফেলবে আইফোনের নতুন ফিচার

চোর ও পুলিশ দুই পক্ষকেই বিপাকে ফেলছে আইফনের নতুন ফিচার। স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করা কঠিন করে তুলছে ফিচারটি। দীর্ঘ সময় আইফোন আনলক করা না হলে নতুন ফিচারের মাধ্যমে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়।

গবেষণা সংস্থা ৪০৪ মিডিয়ার বলছে, পুলিশ শুরুতে ভেবেছিল অ্যাপল হয়তো এমন কিছু করেছে, যার মাধ্যমে আইফোন কোনো অন্য ডিভাইসের সংকেত পেয়ে রিবুট হতে পারে।

তবে সাইবার সিকিউরিটি গবেষক জিসকা জানান, নতুন ফিচারটি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত নয়। ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ ফিচারটির কাজ হলো যদি আইফোনটি একটি নির্দিষ্ট সময়ের বেশি আনলক না করা হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে। যখন কোনো আইফোনকে চার দিনের জন্য আনলক করা হয় না, তখন নতুন ফিচারটি ফোনটিকে স্বয়ংক্রিয়ভাবে রিবুট করে দেয়। ফলে চোর বা পুলিশ যদি কোনোভাবে ফোনটি আনলক করে নেয়ও, তার পরও কিছুক্ষণ পর ফোনটি আবার লক হয়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top