সকল মেনু

অতিরিক্ত সৌন্দর্যচর্চা কী রোগ

মনোবিদরা বলেন, অতিরিক্ত পরিপূর্ণতাবাদী হলে অতিরিক্ত সৌন্দর্যচর্চার মানসিকতা তৈরি হয়। নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করার জন্য অতিরক্ত সৌন্দর্যচর্চাকে তারা নিজেকে ভালোবাসার বহি:প্রকাশ হিসেবে দেখেন। এবং স্বাভাবিক মনে করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, অতিরিক্ত সৌন্দর্যচর্চা মোটেও স্বাভাবিক বিষয় না। যিনি নিজের শরীর নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকেন, তার দৈনন্দিন জীবনে নানা নেতিবাচক ফলাফল লক্ষ্য করা যায়। এসব সমস্যার মধ্যে রয়েছে—

মানুষের নিখুঁত হওয়ার প্রচেষ্টা আত্মবিশ্বাসহীনতা তৈরি করতে পারে। নিখুঁত সুন্দর হওয়ার জন্য একজন মানুষ অত্যধিক শরীরচর্চা, বেশি বা কম পরিমাণ খাদ্যগ্রহণে উদ্বুদ্ধ হন। এ ছাড়া মাত্রাতিরিক্ত পারফেকশনিজমের ফলে ব্যক্তির মনে উদ্বেগ তৈরি হয়। এই সমস্যাকে  ‘অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার’ বলা হয়ে থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top