সকল মেনু

ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে কথা বলেন পুতিন।

এর আগে গত বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, ট্রাম্পকে তার কর্মের উপর মূল্যায়ন করবে রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই। তবে এর একদিন পরেই ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। এ সময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন পুতিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top