চরিত্রে উনি নেতা,
বলতে পারেন যা তা,
হাতে নিতে ক্ষমতা
মুখে মিষ্টি কথা।
প্রতিশ্রুতির সীমা ছাড়িয়ে,
জনগণের মন গলিয়ে,
মসনদে বসে যখন
ক্ষমতা তারই তখন।
জনতার স্লোগান
ভালবাসা বহমান।
অমুক ভাইয়ের চরিত্র,
ফুলের মত পবিত্র।
জনগণের বিপুল ভোটে,
যার ক্ষমতা জোটে,
তার সৌভাগ্য বটে
বেরিয়ে আসে দৃশ্যপটে,
আসল চরিত্র খানা,
মুখোশের আড়ালে
যায় না তাদের চেনা,
বিবিধ অজুহাতে করে
দূরে থাকার বায়না।
বিপদে দিনে জনগণ
তাদের খুঁজে পায় না।
জনগন সব বোকা,
খায় বারবার ধোকা,
ভোট দেবার আগে
তাদের চিনে নিস,
ভদ্রতার মুখোশ পরা,
নেতা চারশো বিশ।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৮, ২০২৪ , ১২:১৪ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।