জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’।
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানে গাইবেন ‘আওয়াজ উডা’খ্যাত গানের শিল্পী র্যাপার হান্নান।
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান গণমাধ্যমে জানিয়েছেন, এ আয়োজনে র্যাপার হান্নান, আদিবাসী গানের দল ‘এফ মাইনর’সহ আরো অনেকে গান পরিবেশন করবেন।
বিস্তারিত জানিয়ে মেহজাবীন রহমান বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে এই সন্ধ্যায় আমরা শ্রদ্ধা জানাব জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে যার উপর আজ আমরা দাঁড়িয়ে আছি।’
জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হলে র্যাপার হান্নান হোসাইন শিমুল গেয়েছিলেন ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান। গানটি প্রচারের পরপর এই র্যাপারকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।