সকল মেনু

ফাঁকা হতে শুরু করেছে কমলার নির্বাচনী ওয়াচ পার্টি, চলে যাচ্ছেন সমর্থকরা

হাওয়ার্ড ইউনিভার্সিটির কেন্দ্রে অবস্থিত যে মাঠে কমলার সমর্থকরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, সে মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরের পরপরই কমলা সমর্থকরা ঘরে ফিরতে শুরু করেছেন। শত শত সমর্থক নির্বাচনী ওয়াচ পার্টি ত্যাগ করছেন।তাদের বেশিরভাগই মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে, আজ রাতের ওয়াচ পার্টিতে কমলার উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জয় উদযাপন করছেন ট্রাম্প সমর্থকরা। নির্বাচনি ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে তার সমর্থকদের উল্লাসের ছবি সামনে আসছে।

ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এখন পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের ৫১টি আসন নিশ্চিত করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ৫০ আসন পেলেই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

জর্জিয়ায় জিতলেন ট্রাম্প

ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনায় বিজয়ী ট্রাম্প

এটি ট্রাম্পের জন্য বড় ধরনের সুখবর। কারণ এটি প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট নিশ্চিত করার পথে তাকে এগিয়ে রাখবে।

তবে বাকি ৬টি সুইং স্টেটের ফলাফল এখনও জানা যায়নি। যার মানে ফলাফল কমলা হ্যারিসের পক্ষেও যেতে পারে, বিশেষ করে যদি কমলা তিনটি রাস্ট বেল্ট রাজ্য – উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান জয় করতে পারেন।

২০১৬ এবং ২০২০ সালের নির্বাচনেও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানরা জিতেছিলেন। সর্বশেষ ডেমোক্র্যাটিক প্রার্থী যেনি এই রাজ্যে জয়লাভ করেন তিনি ২০০৮ সালে বারাক ওবামা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top