সকল মেনু

আজ মৌসুমীর জন্মদিন

চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমী। রোববার (৩ নভেম্বর) ৫১ বছর বয়স পূর্ণ করলেন তিনি। সাধারণত, বিশেষ দিনটিতে  তেমন কোনো আয়োজন রাখেন না। অনেকটা ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করে থাকেন। তার মধ্যে এবার দেশে নেই এই নায়িকা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।

সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন মৌসুমী। আজ সকালে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। মূলত, এটি পূর্বের জন্মদিনে তোলা। এ ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী, অন্য কোনো কথা লিখব না, শুধু বলব সবাই মিলে বলব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন।

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top