ত্রিপুরার আগরতলার নরসিংগড়ে নির্মাণাধীন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি ২০২৫ সালের আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
কলকাতার আইকনিক ইডেন গার্ডেন আগামী বছর একটি বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এজন্য শাহরুখ খানের দলকে নতুন হোম গ্রাউন্ডে যেতে হচ্ছে। ভেন্যু হিসেবে তারা আগরতলার স্টেডিয়ামকে পছন্দ করেছে।
২০১৭ সাল থেকে নরসিংহগড়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির কাজ চলছে। আনুমানিক ১৮৫ কোটি টাকা খরচ করে স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে। আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশাবাদী টিসিএর কর্মকর্তা।
সম্প্রতি আইপিএলের চেয়ারম্যান অরুণ কুমার ধুমাল স্টেডিয়ামটি পরিদর্শনে গিয়েছিলেন। স্টেডিয়ামের সুযোগ সুবিধায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির আগে স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপে তৈরি না হলে ম্যাচ পাওয়ার উপযুক্ত হবে না।
‘আমরা যদি স্টেডিয়ামটির কাজ শেষ করতে পারি তাহলে কলকাতার ম্যাচ এখানে আয়োজনের সুযোগ পাবো। আমরা আত্মবিশ্বাসী কলকাতার দুইটি ম্যাচ হলেও এখানে আয়োজন করতে পারব।’ –বলছিলেন টিসিএর কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।