সকল মেনু

আরও পাঁচ বছর বার্সেলোনায় থাকছেন লোপেজ

বার্সেলোনার একাডেমি পেরিয়ে মূল দলে সুযোগ পাবার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন ফেরমিন লোপেজ। ধারাবাহিকভাবে পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন হাতেনাতে। এই মিডফিল্ডারের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলো বার্সেলোনা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে লোপেজের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। ২১ বছর বয়সী স্প্যানিশ তারকার সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে কাতালানরা।রিলিজ ক্লজ ধরা হয়েছে মোটা অংকের। তাকে নিতে হলে অন্য ক্লাবকে গুনতে হবে ৫০ কোটি ইউরো।

বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা লোপেজ গেল মৌসুমে মূল দলে সুযোগ পান। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে গোল করেন ১১টি। চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে ৬টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। তাতে দলের জয়ে রেখেছেন অবদান। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের জয়ে করেন অ্যাসিস্ট।

এই মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের থেকে তারা এগিয়ে আছে ৬ পয়েন্টে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top