প্রকাশ : অক্টোবর ২৮, ২০২৪ , ১০:৪১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ফেসবুকে এসেছে নতুন আপডেট ৷ ফেসবুক তার ভিডিও সেকশনে নতুন ফিচারও নিয়ে এসেছে, যা ব্যবহারকারীদের আরও সহজ ও স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখার সুযোগ দেবে। ভিডিও ট্যাব নামে এই নতুন ফিচারটি পুরানো ‘ফেসবুক ওয়াচ’ এর পরিবর্তে চালু হয়েছে। এতে রিলস, দীর্ঘ ফরম্যাটের ভিডিও এবং লাইভ কন্টেন্টসহ সব ধরনের ভিডিও এক জায়গায় পাওয়া যাবে।
ভিডিও ট্যাবের নতুন ফিচারসমূহ:
১. একটি ভিডিও ফিড: নতুন ভিডিও ট্যাব ব্যবহারকারীদের জন্য সব ধরনের ভিডিও—রিলস, দীর্ঘ ফর্মের ভিডিও, এবং লাইভ স্ট্রিমিং—এক জায়গায় নিয়ে আসছে। আগে ফেসবুক ওয়াচ নামে পরিচিত এই ফিচার এখন ‘ভিডিও ট্যাব’ নামে পাওয়া যাবে।
২. সৃজনশীল সম্পাদনার সুবিধা: ফেসবুকের নতুন এডিটিং টুল দিয়ে ভিডিওতে মিউজিক, ফিল্টার, এফেক্ট, এবং ক্যাপশন যোগ করা যাবে। আগে যেমন রিলস বা ভিডিও কাট ও ট্রিম করার সুবিধা ছিল, তা এখনও বহাল থাকবে। নতুন ট্যাবে আরও থাকছে হেডলাইন এবং ক্যাপশন যোগ করার সুবিধা।
৩. রিলসের জন্য নতুন সম্পাদনা টুল: রিলসের জন্য ফেসবুক এখন আরও উন্নত ভিডিও এডিটিং সুবিধা দিয়েছে। ব্যবহারকারীরা রিলস তৈরি করতে ফিল্টার, গান, সুর, বার্তা, এবং ভিডিওর গতি নিয়ন্ত্রণের সুবিধা পাবেন। এতে রিলস ভিডিও তৈরির অভিজ্ঞতা আরও উন্নত হবে।
৪. অ্যাপ ইন্টারফেস: নতুন ভিডিও ট্যাব অ্যান্ড্রয়েড অ্যাপের ওপরে এবং আইওএস অ্যাপের নিচে প্রদর্শিত হবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ট্যাবে প্রবেশ করতে পারবেন।
ফেসবুকের এই নতুন আপডেট ব্যবহারকারীদের জন্য আরও সৃজনশীল ও মজাদার ভিডিও অভিজ্ঞতা নিশ্চিত করবে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২৮, ২০২৪ , ১০:৪১ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।