সকল মেনু

ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৮২

ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৮২-তে পৌঁছেছে। এছাড়া এখনো ২০ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য টাইম এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী সপ্তাহে আবার ভারী বৃষ্টি ও বাতাসের সাথে ঝড় আঘাত হানতে পারে।

রয়টার্স জানিয়েছে, ঝড়ের কারণে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। বিমানবন্দরে ৭ হাজার ৫১০ জন যাত্রী আটকা পড়েছে। শুক্রবার ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফিলিপাইনের একজন প্রাদেশিক পুলিশ প্রধান জানিয়েছেন, ম্যানিলার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে ট্রামির আঘাতে ৪৯ জন নিহত হয়েছে। এর ফলে নিহতের মোট সংখ্যা ৮২ তে পৌঁছেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ট্রামি বৃহস্পতিবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে লুজোন দ্বীপে আঘাত হানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top