সকল মেনু

ঘূর্ণিঝড় ‘দানা’: ঢাকায় বৃষ্টি, উপকূলে ঝড়ো হাওয়া

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’য় পরিণত হয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।এর প্রভাব পড়তে শুরু করেছে ঢাকাতেও, বৃহস্পতিবার দুপুর থেকে ঝরছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, ঘূর্ণিঝড় দানা আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।বাড়তে পারে বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top