সকল মেনু

ইসির সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ গ্রেপ্তার

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে খূলশী তুলাতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top