সকল মেনু

‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হবে ২০২৯ সালে’

২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। পরে উপদেষ্টা কোল পাওয়ারের প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও জনপথসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।

এ সময়ে তিনি যথাসময়ে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় জাইকার প্রতিনিধি মি. সাতো নির্ধারিত সময়ের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের ১ম পেইজের কাজ সম্পন্ন হবে আশ্বাস দেন। পরে নৌবাহিনীর বোটের মাধ্যমে তাপবিদ্যুৎ প্রকল্প, এসপিএম প্রকল্প, মাতারবাড়ী চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top