রোববার (২০ অক্টোব) দুপুরে পূর্ব কর্মসূচী অনুযায়ী মিরপুর শের-ই-বাংলার সামনে অবস্থান নেয় সাকিবের ভক্তরা। তাদের তখন চার পাশ থেকে ঘিরে রাখে সেনাবাহীনিসহ পুলিশ সদস্যরা। কিছুক্ষণ পরেই বাহির থেকে এসে একদল হামলা করে তাদের ওপর।
শুরু থেকেই স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন রাস্তা বন্ধ ছিল। সাকিব ভক্তদের অবস্থান কর্মসূচী শুরুর পর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। দোকান পাট সব বন্ধ করে দিয়েছে পুলিশ। বর্তমানে পুরো রাস্তায় আইন শৃংখলা বাহীনির সদস্যরা অবস্থান নিয়েছেন।
এর আগে ১৭ অক্টোবর স্টেডিয়ামের ২ নাম্বার গেইটের সামনে অবস্থান নিয়েছিল সাকিব ভক্তরা। সেদিন আন্দোলনে কোনো বাধাগ্রস্ত হননি তারা। তবে আজ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ব্যাপারে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী কোনো সদস্য কথা বলতে রাজি হননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।