গাজীপুরের কালীগঞ্জে নুরুল হোসেন খান (নুরচান মাস্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ ই অক্টোবর) বিকেলে উপজেলার জামালপুর আরএম উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি,টুর্নামেন্টের সভাপতি হারুনুর রশীদ দেওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজিপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু,কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, জামালপুর কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপক ও নুর হোসেন (নুরচান মাষ্টার) এর পুত্র সালাউদ্দিন খান টিপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভুইয়া,বাহাদুরসাদি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন,জাতীয় দলের খেলোয়ার আসাদ,কালিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক জি এস যোবায়ের খান,জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন||
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।