সকল মেনু

সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ভাই আরবাজ

কয়েক দিন আগে গুলি করে হত্যা করা হয় ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিককে। রাজনীতিবিদ হলেও বাবা সিদ্দিক বলিউড অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

বাবা সিদ্দিকের হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার।

সালমান খানের নিরাপত্তা নিয়ে নানা শঙ্কার কথা শোনা যাচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সালমান ও তার পরিবার। অবশেষে এ নিয়ে নীরবতা ভাঙলেন সালমানের ছোট ভাই আরবাজ খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top