সকল মেনু

শমী কায়সারের বিরুদ্ধে মানহানি মামলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন মো. রেজওয়ান কবির (৪০) নামে এক ব্যক্তি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাগুরা সদর আমুলিয়া আদালতে বাদী হয়ে এই মামলা করেন তিনি। তাৎক্ষণিক বাদীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিচারক হুমায়ুন কবিরের আদালতে এই মামলা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top