সকল মেনু

মৃত্যুর উল্লাসে বাংলা হাসে

মৃত্যুর উল্লাসে বাংলা হাসে
-রোকশানা আক্তার ছায়াময়ী

 

নেকড়ের দুয়ারে মানুষ গুলো
পায় না খুঁজে ঠাঁয়
মৃত্যুর উল্লাসে বাংলা হাসে
কে নিবে কার দায়
মানুষের রক্তে উৎসব চলে
মুক্তির গান মুখে
বৈষম্যের দরজা দিয়েছি ভেঙে
আমরা আছি সুখে
শ্লোগান মুখর সবাই বলে
স্বাধীন তুমি আমি
রক্ত নিয়ে খেলছে কারা কেউ
কি উত্তর জানি
শান্তির দুয়ারে হাত পেতেছি
শান্ত করো মাগো
রক্ত ধারক সোনার বাংলা
এবার তুমি জাগো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top