সকল মেনু

ইমরান হাশমিকে নিয়ে যে মন্তব্য করলেন মল্লিকা

অনুরাগ বসু নির্মিত বহুল আলোচিত বলিউড সিনেমা ‘মার্ডার’। মহেশ ভাট প্রযোজিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমি। সিনেমাটিতে তাদের রোমান্স, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে হইচই পড়ে গিয়েছিল।

‘মার্ডার’ মুক্তির পর কেটে গেছে দুই দশক। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মল্লিকা শেরাওয়াত। ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ৪৭ বছর বয়সি এই অভিনেত্রী। পাশাপাশি ইমরান হাশমিকে নিয়েও মন্তব্য করেছেন এই নায়িকা।

এ আলাপচারিতায় মল্লিকা শেরাওয়াত বলেন, “মহেশ ভাটের সেটে সব মেয়েরাই নিরাপদ। আমি খুবই নিরাপদবোধ করেছিলাম। এমনকি, ‘মার্ডার’ সিনেমার সেই সাহসী দৃশ্যের সময়েও। অবশ্য, ওই দৃশ্যের শুটিংয়ের সময়ে কিছু অস্বস্তিবোধ করেছিলাম। কারণ তখন সেটে আরো অনেক মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু ভাট সাব ও ইমরান হাশমি আমাকে খুবই সহজ করে তুলেছিলেন। ইমরান হাশমি সত্যি একজন ভদ্রলোক।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top