সকল মেনু

গাজীপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সোয়া ১টায় মহানগরের জয়দেবপুর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ মোট তিনজন আহত হয়েছেন।

জানা গেছে, নগরীর সাহাপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের অনুসারী সৌরভ গ্রুপের সঙ্গে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি’র অনুসারী বরুদা এলাকার মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগর গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরুল ইসলাম সাগর পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের একপর্যায়ে সৌরভ গ্রুপের ২-৩ জন দেশীয় অস্ত্র দিয়ে সাগর গ্রুপের সফিকুল ইসলাম টিটুকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন টিটুকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। টিটু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির রনির আজ একটি অনুষ্ঠান ছিল। রনি বর্তমানে দেশের বাইরে রয়েছে। সে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত অবস্থায় সেখানে তার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে গোলাগুলিও হয়েছে। এদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top