সকল মেনু

মৌমাছি বা বোলতার কামড়ও হতে পারে প্রাণঘাতী

অধিকাংশ মানুষের কাছে মৌমাছি বা বোলতার হুল বিপজ্জনক নয়। কিন্তু যাদের পোকার বিষের অ্যালার্জি আছে, তাদের দেহে হুল ফুটলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যানাফিল্যাকটিক শক হতে পারে।

গরমের সময় অনেক পোকামাকড় আর দূরে থাকে না। চিনির আশায় তারা ঘরে ঢুকে যেতে পারে এবং বিরক্ত করতে পারে, এমনকি হুলও ফুটিয়ে দিতে পারে।

মৌমাছি বা বোলতার বিষে শুধু ব্যথাই নয়, আরও বড় কিছুও হতে পারে। ক্রিস্টিনা ব্লেসমান একদিন তৃণভূমিতে এমন কামড় খেয়েছিলেন। তিনি বলেন, সেই ঘটনার দুই বছর হয়েছে চলতি সপ্তাহে। দুই বছর আগে পোকা হুল ফুটিয়ে দিলে আমার অ্যানাফিল্যাকটিক শক হয়। তখন আমি অচেতন হয়ে পড়ি, ফলে কিছু মনে নেই।

পোকার বিষক্রিয়ায় কয়েক মিনিটের মধ্যে তার সার্কুলেশন ভেঙ্গে পড়ে। তার মা দ্রুত অ্যাম্বুলেন্স ডাকেন। জরুরি চিকিৎসক ক্রিস্টিনা ব্লেসমানের জীবন বাঁচাতে লড়াই করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top