সকল মেনু

বরগুনায় দুর্বৃত্তের আগুনে ইউপি সদস্যের মৃত্যু

বরগুনা প্রতিনিধি :  বরগুনা জেলার বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য খান ফারুক আহম্মেদ শামীম (৩৩) আর নেই। বৃহস্পতিবার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার রাত ২টার দিকে বাহির থেকে তালা দিয়ে শামীমের বসতঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তিনি ও তার স্ত্রী সুচি আক্তার অগ্নিদগ্ধ হন।

এ সময় আগুনে তার বসতঘর পুড়ে যায়। প্রায় দশ লাখ টাকা ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন তার পরিবার। অগ্নিদগ্ধ শামিমকে প্রাথমিক পর্যায়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেতাগী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড পরিকল্পিত এটি নিশ্চিত। লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top