সকল মেনু

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা সেতুতে মানুষের ঢল

প্রতিবেদক : নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে মূল সেতুতে উঠে গেছেন উৎসুক জনতা। প্রায় কয়েক হাজার মানুষ সেতুর প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত চলে যায়। পরে পুলিশের বেশ কয়েকটি টিম জনতাকে সেতু থেকে ফিরিয়ে নিয়ে আসেন।

তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেছেন। তাই আমরা অত্যন্ত আনন্দিত। আবেগ ধরে রাখতে না পেরে সেতুর ওপর উঠে গেছি। পরে আমাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ।

এর আগে সকাল ১০টা তিন মিনিটে সূধী সমাবেশে বক্তব্য শেষে স্মারক ডাক টিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন-খাম ও সিলমোহর প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এরপর পদ্মা সেতুতে প্রথম যাত্রী হিসেবে টোল দেন এবং বেলা সোয়া ১১টার দিকে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন এবং মোনাজাতে অংশ নেন। বেলা সোয়া একটায় মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top