ডেস্ক : চলতি বছর মিস ওয়ার্ল্ড আমেরিকা হলেন শ্রী সাইনি। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে এই প্রথম কেউ এই খেতাব পেলেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মিস ওয়ার্ল্ড আমেরিকা সাইনির সাফল্যের যাত্রা খুব সহজ ছিল না। শৈশবে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন শ্রী। সেই দুর্ঘটনায় গোটা মুখই পুড়ে গিয়েছিল তাঁর। এছাড়াও পেসমেকার বসাতে হয় তাঁর বুকে। সেখান থেকে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন তিনি।
শ্রী সাইনির কাছে এই যশ-খ্যাতি স্বপ্নের মতোই। ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্টও লিখেছেন তিনি। এই সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী।
উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমি খুশি। আবার ভয়ও করছে। এ সব কিছুই আমার মা-বাবার জন্য সম্ভব হয়েছে। বিশেষ করে আমার মায়ের জন্য, যিনি সব সময় আমার সঙ্গে ছিলেন। এই খেতাব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।