ডেস্ক : ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজের মা উজালা বেগম আর নেই। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য ভারতেও নিয়ে যাওয়া হয় তাকে৷ অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উজালা বেগমের দাফন আজই সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ। মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী৷ তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১:২৩ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।