সময়কণ্ঠ প্রতিবেদক : মডেল-অভিনেত্রী সাচীনূর। বর্তমানে শোবিজে ভালোই ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন টিভি’র নানা অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও মডেলিং- এ অংশ নিচ্ছেন বিভিন্ন পণ্যের ফটোস্যুটে। শুধু তাই নয়; নিয়মিত দুটি টিভি’র নাচের অনুষ্ঠান নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। কথা চলছে বেশ কয়েটি নাটকে অভিনয় করারও। এমনটাই জানালেন সাচী। বললেন, বর্তমানে শোবিজে একটু বেশি সময় দিতে হচ্ছে। তবে; আমি শখেই কাজ করি। এ পর্যন্ত অনেকগুলো বিজ্ঞাপন, নাটক এবং কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছি। আমার স্বপ্ন ভালো কিছু করা। এ জন্য এখনো পরিশ্রম করে যাচ্ছি। আমার বিশ্বাস একদিন আমার স্বপ্ন পূরণ হবে। কথা প্রসঙ্গে তিনি বলেন, এখনো মা আমাকে মানসিক সহযোগিতা করছেন। মা’র জন্যই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আমি শোবিজ মিডিয়ায় অনেক দিন থেকেই। আমি শোবিজের অনেক কিছুই বুঝি। তাই একটু দেখে শুনেই কাজ করতে চাই। আমার ইচ্ছে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করার। আগেও করেছিলাম। বেশ কয়েক বছর আমি শোবিজ থেকে দূরে ছিলাম। এখন আবারো কাজ শুরু করেছি। তবে এটাকে এখনো আমি পেশা হিসেবে নেইনি। আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করি। এর ফাঁকে যতটুকু পারি সময় দেই। আমার চেষ্টা ভালো কিছু করার এবং মায়ের স্বপ্নকে আরো গভীরে নিয়ে যাওয়ার। এ জন্য সবার দোয়া কামনাও করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।