সকল মেনু

সানি’র ‘আঁধার’ গান নিয়ে মঞ্চে আসছেন এডলফ খান

সময়কণ্ঠ প্রতিবেদক : গাইবেন কণ্ঠশিল্পী সানি আজাদ। নাচবেন ফ্যাশন কোরিওগ্রাফার এডলফ খান । শুধু এডলফই নন; তার সাথে থাকছেন একজন নৃত্যশিল্পীও। সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আসা প্রতিভাবান কণ্ঠশিল্পী সানি আজাদ-এর ‘আঁধার’ গান নিয়েই মঞ্চে আসছেন এডলফ। গানটির কথা লিখেছেন সাংবাদিক-গীতিকার রেজাউর রহমান রিজভী এবং সুর করেছেন গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ। গত ঈদে ‘সিডি চয়েস মিউজিক’ থেকে বাজারে আসা গানটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। ‘ইনডেক্স মিডিয়া পারফরমেন্স এ্যাওয়ার্ড’-অনুষ্ঠানেই পারফরমেন্স করবেন তারা। আগামী ২৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশালায়ই অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। এ সম্পর্কে এডলফ খান বলেন, সানি ভাইয়ের গানটি অনেক সুন্দর। মিউজিকের মধ্যেও আলাদা একটা মজা রয়েছে। আমি বরাবরই ভালো কিছু করার চেষ্টা করি। এবারও চেষ্টা করছি ‘আঁধার’ গানটিতে ভিন্ন ধারার একটি কোরিওগ্রাফি করতে। আশা করছি; সবার ভালো লাগবে। অনুষ্ঠানের আয়োজক সাংবাদিক ও সংগঠক লিপু খন্দকার বলেন, আমি সংগঠন নিয়ে কাজ করতে পছন্দ করি। বিশেষ করে প্রতিভা বিকাশে নতুনদের নিয়ে কাজ করার আগ্রহ আমার বেশি। কারণ নতুনদেরকেও সুযোগ দেয়া প্রয়োজন। সে জায়গা থেকেই আমি অনুষ্ঠানটি করে থাকি। এবারের অনুষ্ঠানেও শোবিজরে বিভিন্ন সেক্টর থেকে সম্মানা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য সম্মতি দিয়েছেন-আ,ক,ম মোজাম্মেল,এমপি (মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়)। সভাপতিত্ব করবেন- ব্যবসায়ী ও ইনডেক্স মিডিয়ার কর্ণধার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে আরো গান পরিবেশন করবেন- কণ্ঠশিল্পী বিন্দিয়া খান, মন্টি, উপমা, শাহনাজ বাবু, মির্জা শামীমসহ আরো অনেকে। নাচবেন-চিত্রনায়িকা তানিয়া ঋতু, ছিমি ছিমরান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top