সকল মেনু

‘সিডি চয়েস মিউজিক’-এর ঘরে অনুরূপ-সানি’র ‘দুই জীবন’

সময়কণ্ঠ প্রতিবেদক : এবার জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ’র লেখা গান গাইলেন সাংবাদিক ও অভিনেতা একে আজাদ সানি। ‘দুই জীবন’ শিরোনামের গানটির সুর করেছেন এ আর সারোয়ার এবং কম্পোজিশন করেছেন আসিফ শাহরিয়ার। অনুরূপ আইচ এর লেখা জনপ্রিয় গান ‘এক জীবন’ এবং ‘এক জীবন টু’র পর এবার অনুরূপ আইচ-এর মিশন ‘দুই জীবন’ নিয়ে। গানের নাম করণও করা হয়েছে আনুরূপ আইচ’-এর ‘দুই জীবন’ শিরোনামে। আর এই গানেরই অসাধারাণ একটি মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। ত্রিভোজ প্রেমের গল্প এবং অ্যাকশনধর্মী মিউজিক ভিডিটি’র পরিচালনা করছেন তরুণ নির্মাতা স্বাধীন ফুয়াদ। মডেল হিসেবে কাজ করছেন ফ্যাশন মডেল কোয়েনা চৌধুরী অনন্যা ও আহমেদ মুন। অচিরেই মিউজিক ভিডিওটির শুটিং করা হবে। মজার ব্যাপার হচ্ছে ‘দুই জীবন’-এর গল্পে মডেল তিন জনই মারা যাবে। আর এই গানটি বাজারে আসবে ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে। এমনটাই জানালেন সানি। বললেন, অনেক স্বপ্ন ছিল; অনুরূপ দা’র লেখা একটি গান করবো। অবশেষে সে স্বপ্ন পূরণ হয়েছে। ইতিমধ্যে গানটি রেডি হয়ে গেছে। এখন মিউজিক ভিডিও’র শুটিং করা হবে এবং শেষে প্রিমিয়ারের মাধ্যমে গানটি ‘সিডি চয়েস মিউজিক’-এর ব্যানারে বাজারে আসবে। আশা করছি; আমার আগের গানগুলোর চেয়ে ‘দুই জীবন’ অনেক ভালো লাগবে। অনুরূপ আইচ বলেন, অনেক দিন থেকেই সানি আমাকে বলছিলো দাদা আমি আপনার লেখা একটি ভালো গান করতে চাই। আমি ভাবতেছিলাম কি করা যায়। একদিন সানি আমাকে একটি গল্প শোনালো। গল্পটি শুনেই আমার কাছে খুব ভালো লেগে যায়। সে গল্প মাথায় রেখেই গানটি লিখি। সানি শখেই গান করে। এর আগেও সানি তিনটি গান বাজারে ছেড়েছে। সে আসলেই ‘দুই জীবন’ অনেক ভালো গেয়েছে। আমার লেখা ‘এক জীবনে এতক প্রেম পারো কোথায়’ গান এবং মিউজিক ভিডিও যারা দেখেছেন তার চেয়ে ভালো হবে ‘দুই জীবন’ গানের ভিডিও। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সিডি চয়েস মিউজিকের কর্নধার ইমদাদ সুমন বলেন, গানটি আমি শুনেছি। অনেক ভালো লাগছে। এখন শুধু ভিডিও’র অপেক্ষা। আশা করছি ভালো কিছু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top