নিউজ ডেস্ক |
ঢাকা: জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি পুলিশকে মাদকের বিরুদ্ধে কঠোর ও আপসহীন লড়াইয়ে নামার তাগিদ দেন।
পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (আইসিসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
জঙ্গিবাদ নির্মূলে পুলিশ ও আইন-শৃঙ্খলাবাহিনীর অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে দক্ষতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলা ও দমন করেছেন, সেই দক্ষতা ও আন্তরিকতা নিয়ে এবার আপনাদের লড়াইয়ে নামতে হবে মাদকের বিরুদ্ধে। এই মাদক নির্মূলের কাজই হোক আপনাদের প্রধান লক্ষ্য।
মাদকের কারণে পরিবারগুলো বিপদে পড়ছে। পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের মেধাবী তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।
জঙ্গিবাদের সমস্যার মতো মাদকের সমস্যাও এক ভয়ানক সমস্যা –একথা উল্লেখ তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। যে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে আপনারা জঙ্গিবাদ মোকাবেলা ও দমন করে চলেছেন, এখন সেই দক্ষতা ও নিষ্ঠা নিয়ে মাদকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।