সকল মেনু

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বেলা সাড়ে ১১টার মধ্যে

গাজীপুর : টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।

বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানের পাশে শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত জেলা পুলিশের কন্ট্রোল রুম সংলগ্ন মিডিয়া সেন্টারের সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আখেরি মোনাজাতের মধ্য শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব তথা ৫২তম বিশ্ব ইজতেমা । এর আগে একই ময়দানে গত ১৩ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব। চার দিন পর শুক্রবার থেকে শুরু হয় দ্বিতীয়পর্ব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top