মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে ৫০টি অঙ্গরাজ্যের ‘রোল কল’ ভোট গণনা শেষে হিলারিকে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
কনভেনশনের প্রথম দিন দলীয় মনোনয়নযুদ্ধে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সমর্থকদের দুয়োধ্বনি ও টিটকারির পর দ্বিতীয় দিন হিলারির ‘প্রার্থীতা’ নিশ্চিত হল।
দলীয় সংহতির প্রতীক হিসেবে এদিন প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সই মাইক্রোফোনে হিলারিকে প্রার্থী ঘোষণার অনুরোধ জানান। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে চেয়ারপারসনের দায়িত্বে থাকা সিনেটর মার্শা ফাজ এরপর কণ্ঠভোট ডাকলে তীব্র করতালি ও হর্ষধ্বনির মধ্যে হিলারির প্রার্থীতা নিশ্চিত হয়।
এর ফলে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে দলের ছাড়পত্র পেলেন হিলারি ক্লিনটন।
সর্বশেষ জরিপে তিনি প্রতিদ্বন্দ্বীর তুলনায় দুই পয়েন্ট পিছিয়ে আছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কনভেনশনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ভোট ও ককাসে স্যান্ডার্স ও হিলারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিপুল ব্যবধানে জয় পেয়ে স্যান্ডার্স বেশ চমক দেখালেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির সমর্থন যায় হিলারির পক্ষে।
২০০৮ সালের দলীয় মনোনয়নযুদ্ধে বারাক ওবামার কাছে হারতে হয়েছিল সাবেক এ ফার্স্টলেডিকে। ওবামার প্রথম দফা সরকারে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বও পালন করেন নিউ ইয়র্কের সাবেক এ সিনেটর।
ডেমোক্র্যাটদের কনভেনশনের দ্বিতীয় দিনে সাদা-কালো ভেদাভেদ ও বিচারব্যবস্থার উপর বেশি আলোচনা হয়। একই বিষয় প্রাধান্য পেয়েছিল আগের সপ্তাহে ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের কনভেনশনেও।
এদিন হিলারির প্রতি সমর্থন জানান সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত ট্রেভন মার্টিনের মা সিভরিনা ফুলটন। ট্রেভনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলে কৃষ্ণাঙ্গরা।
ডেমোক্র্যাটিক কনভেনশনের দ্বিতীয় দিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অভিনেত্রী মেরিল স্ট্রিপ, সাবেকঅ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারও বক্তব্য দেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ২৭, ২০১৬ , ৮:৩৯ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।