স্পোর্টস ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার পরই বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হয় বাংলাদেশের অন্যতম ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দেশে ফেরার পর বোলিং কোচ হিথ স্টিকের অধীনে বোলিং অ্যাকশন ত্রুটি সংশোধনের কাজে নেমে পড়েছেন তিনি।
তবে সব ভুলতে কয়েকদিনের ছুটি নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছেন এই পেসার। আর সেখানেই জন্মদিনের কেক কেটেছেন তিনি।
জন্মদিনের প্রথম প্রহরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আসেন তাসকিন। এ সময় হোটেলে অবস্থান করছিলেন। লাইভে তিনি জানান, জন্মদিনে অনেকের শুভকামনা পেয়েছেন তিনি।
তবে সবচেয়ে ভালো লেগেছে তার বাবা-মা ভিডিও কল করে কেক কেটেছেন। ভিডিওতে তাসকিনকে দুই কাজিনের সাথে কেক কাটতে দেখা যায়।
ভিডিওর শেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে সমস্যা কাটিয়ে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে পারি।
এদিকে শ্রীলংকায় কিছুদিন কাটিয়ে মালদ্বীপ উড়াল দেবেন এই পেসার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।