সকল মেনু

দারুস সালামে ট্রাকচাপায় একজন নিহত

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হাবিবুল্লাহ (২৩)। তিনি একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর হাবিবুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ রিকশায় ছিলেন। রিকশাটিকে একটি ট্রাক চাপা দিলে গুরুতরভাবে আহত হন তিনি।
নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top