সকল মেনু

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে এ সোনা উদ্ধার করে শুল্ক প্রিভেনটিভ দল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক বিভাগের সহকারী কমিশনার রেজাউল করিম।

তিনি বলেন, রাতে সিঙ্গাপুর থেকে আসা আরক্স-৭৮৫ বিমান শাহজালালে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই বিমানে তল্লাশি চালায় প্রিভেনটিভ দল।

তল্লাশিকালে বিমানের সিটের নিচে এক ধরনের মোজার ভেতরে কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই সোনা উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top