সকল মেনু

জলকন্যা শিলাকে জনতা ব্যাংকের সংবর্ধনা

সাউথ এশিয়ান গেমসে ৫০ ও ১০০ মিটার আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ব্রেস্ট ইভেন্টে স্বর্ণ পদক জয়ী যশোরের মাহফুজা আক্তার শিলাকে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জনতা ব্যাংক যশোর এরিয়া অফিসে এ সংবর্ধনা দেয়া হয়।

জনতা ব্যাংকের যশোর এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক কবির আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝিনাইদহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক রমজান বাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন মাহফুজা আক্তার শিলার বাবা আলী আহম্মদ গাজী, মা মোছা করিমননেছা, দুই বোন নীলা ও তোরা।

সংবর্ধনা অনুষ্ঠানে জনতা ব্যাংকের পক্ষ থেকে প্রধান অতিথি মহাব্যবস্থাপক কবির আহম্মদ জলকন্যা মাহফুজা আক্তার শিলার হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় সম্মাননাপত্র পাঠ করেন ব্যবস্থাপক আশরাফুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে মাহফুজা আক্তার শিলাকে যশোর তথা বাংলাদেশের গৌরব হিসেবে অভিহিত করেন।

সংবর্ধনার জবাবে জলকন্যা মাহফুজা আক্তার শিলা জনতা ব্যাংকের যশোর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top